ফেসবুক টিপস: সহজে জেনে নিন আপনাকে কে Unfriend করলো

ফেসবুক ব্যবহার করে না এমন খুবই কম তরুণ প্রজম্মের মধ্যে। ফেসবুকে চক্কর দিয়ে না আসলে পেঠের ভাত হজন হয় না এমনো অনেকেই আছেন। যাইহোক এবার কাজের কথায় আসি। ব্যবহারকারীদের মধ্যে ফেন্ড রিকুয়েষ্ট পাঠানো এবং গ্রহণ করা যথারীতি চলছেই। কিন্তু আপনার বন্ধুরা যেমন আপনাকে গ্রহন করতে পারে ঠিক তেমনি বজর্নও করতে পারে। এবং এটাই স্বাভাবিক। আপনার তালিকার অসংখ্য ফেন্ডদের মধ্য থেকে কে আপনাকে আনফেন্ড করলো তা আপনি স্বাভাবিক ভাবে বুঝতে পারবেন না। কিন্তু কোন ফেন্ড যদি তার ফেন্ডলিষ্ট থেকে আপনাকে বাদ দিয়ে দেয় তাহলে তা আপনার জানতে ইচ্ছে করবে এবং
জানা উচিত। এই লিংক থেকে ফায়ার ফক্সের অ্যাডঅনটি ডাউনলোড করে ইনষ্টল করুন। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মজিলা ১১.০০ তে এই অ্যাডঅনটি কাজ করবে না। যারা মজিলা এই কাজটি করতে চান তাদের এইলিংক থেকে গ্রীসমাংকি অ্যাডঅনটি ইনষ্টল করে নিতে হবে। তারপর আপনার ফেসবুক-এ লগইন করুন এবং দেখতে পাবেন Home, Profie এর পাশে একটি Unfriend মেনু যুক্ত হয়েছে। অত:পর বুঝতেইতো পারছেন আপনার করণীয় ...... ।

Share on Google Plus

About Touhidul Islam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment